প্রেম
প্রেম
*প্রথম দেখায় মনে হয় যেনো
হাজার বছর চেনা,
চোখের আড়াল হয়ে গেলেই
যে অনুভব অজানা!
নতুন করে নতুন কিছু
অনুভূতি জাগে মনে,
ধরা দেয় শুধু নতুন করে
জাগে প্রতি ক্ষনে ক্ষনে!
অজানা অচেনা মানুষ এসে
মনে করে ভীড়,
অসহনীয় অভাব জাগে
ছুড়ে মনে তীর।
লোহায় খাচায় বন্দি পাখি
যেমন করে ছুটে,
নিজের মনও নিজের চেয়েও
অন্যের ছবি ফুটে।
বুঝে আসেনা লাগে দোটানা
এ কেমন আহাজারি,
সামনে গেলে লজ্জায় মরে
দূরে গেলে হাহাকারি।
"প্রথম প্রেমের অনুভূতি" হয়
নিজের অজান্তে,
এক পাক্ষিক হয় তা বেশী
কখনো একান্তে।

