নিরুদ্দেশ
নিরুদ্দেশ
আজ আছি কাছে বলে
করছো অবহেলা,
খুজবে কতো সাড়া পাবেনা
পার হলে এবেলা।
হারিয়ে যদি বুঝতে পারো
লাভ কি হবে বলো!
তোমার মতে পেরোলে
সন্ধ্যে প্রদীপ জলো।
নইতো আমি সন্ধ্যে প্রদীপ
আলো তোমার মনের,
যেই আলোতে আলোকিত
হও প্রতি ক্ষনে ক্ষনে।
না বুঝো যদি মনটা আমার
ব্যর্থতা আর কি বেশ!
থাকতে যদি না দেও মূল্য
হবো তবে "নিরুদ্দেশ"।
