প্রকৃত বন্ধু
প্রকৃত বন্ধু
কত চেনাজানা মানুষ আসে জীবনে আমাদের,
আসল নকল চিনতে পারি কেইবা কত তাদের!
সত্যিকারের মানুষ চেনা
আজ যে বড় দায়,
কাউকে না চিনে আপন ভেবে
প্রান যায় যায়।
আসল নকল বিচার হবে
খারাপ সময় এলে,
নকল মানুষ চলে যাবে
একা একা ফেলে।
আসল যে জন ভালোবাসে
থেকে যাবে পাশে,
"প্রকৃত বন্ধু" তাদেরই বলে
কজনেরই বা আসে!
