হারিয়ে যাওয়া ছেলেবেলা
হারিয়ে যাওয়া ছেলেবেলা
**ছোট্টকালের মজার আদর
আর হবেনা পাওয়া,
আর হবেনা বাসার সাথে
স্কুলেতে যাওয়া।
মায়ের হাতের তুলিয়ে খাওয়া
কপালে দেওয়া চুমি,
মায়ের আদরে ডাক সোনা,
মা আর তুমি।
খেলার সাথী যাদের সাথে
বেলা অবেলায় ভাব,
দৌড়াদৌড়ি একসাথে আর
একসাথে খাওয়া ডাব।
সময়ের সাথে সবকিছু
যায় পালটে,
সবাই এখন অপরিচিত
সবি অজান্তে।
মনের মাঝে সব স্মৃতিরাই
করে যায় শুধু খেলা,
খেই কেটে যায় আসেনা ফিরে
“হারিয়ে যাওয়া ছেলেবেলা”।
ইচ্ছা