কালী-মা-ময়
কালী-মা-ময়


তোমরা জীবনভর, কালো ভুলে,
ছুটলে শুধু কালীর পিছে।
যেথা কালের ফাঁসে, জীবন দোলে,
সেথা অমৃত সুধা, চাইলে মিছে।
মূর্তি গড়ে, খুঁজলে তাঁকে,
বিশ্ব মাঝে যাহার ঘর।
আর, তাঁর চরনধুলি, যাদের বুকে,
করলে তাদের হেলায় পর।
মন্ত্র ভুলে শুধু মন্ত্রণাতে,
চলার পথ, গড়লে যদি,
সব হারানোর, সেই পথেতে,
কেন কাঠগড়াতে দাঁড়ায় বিধি ?
দীপের আলোয়, খুঁজছো যাঁকে,
আঁধার মাঝেই, লুকিয়ে সে।
হেলায় ভোলা, সেই পাঁকে,
তাঁর চরণ কমল, ফুটছে হেসে।