Amaresh Biswas

Classics

4  

Amaresh Biswas

Classics

সাবধান

সাবধান

1 min
654


সাবধান সাবধান 

কথা বল মেপে এবং বুঝে

নইলে হয়ে যেতে পার গুম

হয়তো পাওয়া যাবেও না আর খুঁজে।

তোমার মনের কথা নয় অজানা

কেমন করে চুপ থাকা যায়

            দেখে শুনে অন্যায়

স্বৈরচারকে বোঝায় সাধ্য কার

কথা মত তার চলতে হবে সে চায়।

মানবে না যে অবাধ্য বলে পরিগণিত হবে

দ্রোহিতার অভিযোগে হতে হবে বন্দী 

ক্রোধে ফুঁসছে অগণিত জনগণ 

সহ্যেরও কোন সীমা-পরিসীমা থাকে

টগবগ করে ফুটতে ফুটতে 

             ফেটে পড়বেই অবশেষে।


মাথায় চেপেছে স্বৈরচারের পাশবিক প্রবৃত্তি 

চিতা জ্বালিয়ে মাপছে বুকের ছাতি 

দুর্নীতি অনাচার করে ওরা মেতেছে উল্লাসে

জনতা ওদের করবে বিচার

              কড়া গণ্ডায় বুঝে নেবে

জবাব দেওয়ার কিছুই রবে না ওদের

সংযত যদি না হয় এখনই ওরা

         চরম সাজার জন্য যেন প্রস্তুত থাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics