STORYMIRROR

Amaresh Biswas

Classics

3  

Amaresh Biswas

Classics

কালিদাস

কালিদাস

1 min
506

সারা আকাশ জুড়ে উড়ে বেড়ানো

মুক্ত বিহঙ্গ জানে না

জারি হয়েছে তুঘলকী পরোয়ানা

কাঁটা তারের বেড়া ডিঙ্গানো চলবে না এখন আর।

একদিন শান্তির বার্তা বয়ে বেড়াত

যে শান্তির দূত শ্বেত পরাবত

সন্দেহজনকদের তালিকাভুক্ত হয়েছে সে

তাই এখন ঠিকানা হয়েছে তার

লোহার গরাদে ঘেরা কারাগার।

উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম

চারিদিক থেকে ধেয়ে আসছে সাইক্লোন

প্রতারকদের গগনচুম্বী অট্টালিকা

ভেঙে পড়তে বেশী দেরি নেই আর

সাধারণ জনতার সুখ শান্তি আত্মসাত্‌ করে

আমোদপ্রমোদ ভোগবিলাসে মত্ত অমানুষগুলোর

ভেঙে চুরমার হবেই একদিন সকল অহঙ্কার।

শ্মশানের নিস্তব্ধতা এখন বিরাজমান

চারাগাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে না আর

কাঠুরিয়ার কুড়াল করাতে বিপন্ন তাদের প্রাণ

অস্তিত্ব এখন সঙ্কটাপন্ন তাই

কুমারসম্ভব, মেঘদূত রচিত হবে না আর

যদিও বসে থাকা ডালের গোড়া কাটবার

বহু কালিদাসকে দেখতে পাই।


Rate this content
Log in

Similar bengali poem from Classics