STORYMIRROR

Amaresh Biswas

Abstract Tragedy

1  

Amaresh Biswas

Abstract Tragedy

কূল বদল

কূল বদল

1 min
233

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমার আগমনে

মরা নদীতে এসেছে ফিরে জোয়ার

কোন যাদুদন্ডের মায়াতে এমনটা সম্ভব

সবাই ভাবছে ঘটেছে চমৎকার।


আজকে পাখিরা বহু দিন পর মুখরিত কূজনেতে

মিটিমিটি হাসে ফুলেরা পাপড়ি মেলে

মেঘ নেই এখন আকাশেতে আর,সূর্য বিরাজমান

বহু প্রতীক্ষা ঘুচিয়ে তাহলে এলে।


একবার দেখ ওপারে তাকিয়ে ছলছল করে জল

এখন এপার সাজাতে হয়েছ ব্যস্ত

এপারে তোমার মনের মধ্য গগনে সূর্য বিরাজ করে

ওপারে আধার, সূর্য গিয়েছে অস্ত।


এপার ওপার এখন দুপারই তোমার জন্য ব্যাকুল

ওপার ছেড়ে আজ তুমি এই কুলে

নিয়তির পরিহাস মেনে নিয়ে তুমি এপারে বেঁধেছ বাসা

না চেয়েও যেতে হবে ওপারকে ভুলে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract