অঞ্জলি
অঞ্জলি

1 min

512
বাগদেবীর চরণ ছুঁয়ে
বলি প্রণাম করে
দৃষ্টি দিও মাগো তুমি
একটু আমার পরে।
মতি দিও পড়াশুনায়
মনটা যেন থাকে
না যেন যাই যখন কোন
পাঁজি এসে ডাকে।
মা অসুখে বাবা বেকার
আশিষ তোমার চাই
পড়াশুনা করে মাগো
চাকরি যেন পাই।
বুদ্ধি দাও মা কেউ যেন আর
না করে দুষ্টুমি
বিদ্যে দিয়ে সঠিক পথে
চালাও যেন তুমি।
বুদ্ধি দাও মা সবাই যেন
ভাল হতে চায়
এসব আশায় অঞ্জলি দিই
মাগো তোমার পায়।