STORYMIRROR

Amaresh Biswas

Others

2  

Amaresh Biswas

Others

অঞ্জলি

অঞ্জলি

1 min
512


বাগদেবীর চরণ ছুঁয়ে

বলি প্রণাম করে

দৃষ্টি দিও মাগো তুমি 

একটু আমার পরে।

মতি দিও পড়াশুনায় 

মনটা যেন থাকে

না যেন যাই যখন কোন

পাঁজি এসে ডাকে।

মা অসুখে বাবা বেকার 

আশিষ তোমার চাই

পড়াশুনা করে মাগো

চাকরি যেন পাই।

বুদ্ধি দাও মা কেউ যেন আর

না করে দুষ্টুমি

বিদ্যে দিয়ে সঠিক পথে 

চালাও যেন তুমি।

বুদ্ধি দাও মা সবাই যেন

ভাল হতে চায়

এসব আশায় অঞ্জলি দিই

মাগো তোমার পায়।


Rate this content
Log in