STORYMIRROR

Amaresh Biswas

Classics

3  

Amaresh Biswas

Classics

কুচক্রীদের প্রতি

কুচক্রীদের প্রতি

1 min
625

আমরা বাঙালী ভুলতে কি পারি রবীন্দ্র নজরুল

হিন্দু মুসলমান দুই ভাই এক বৃন্তের ফুল।

ধর্মের নামে বিভেদ প্রাচীর কাউকে দেব না গড়তে

ভাইকে বাঁচাতে ভাইয়ের জন্য রব প্রস্তুত মরতে।

ভাইকে তাড়াতে তোমার পাশে কভু কি দাঁড়াতে পারি

ঠাঁই পাবে ভাই বক্ষ মাঝেই আসে যদি মহামারী।

ভুলে যাব নাকি যুগ যুগ ধরে মোরা আছি পাশাপাশি 

জান না প্রাণের চেয়েও ভাইকে কত বেশী ভালবাসি।

বৃথাই এঁটেছ যতেক ফন্দী ব্যর্থ হবেই আশ

মোদের ঐক্য জেনো তোমাদের আনবে সর্বনাশ।

যারা কুচক্রী তাদের বলছি হও সব সাবধান

ঐক্যে আঘাত হানতে চাইলে পাবে না পরিত্রাণ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics