আকুলতা
আকুলতা


বৃষ্টি হয়ে ঝরবে কবে
আমার বুকে এসে
সেই আশাতে আকাশপানে
তাকিয়ে থাকি ঠায়
মনটা যেন মাঝে মাঝে
মেঘেই ঢেকে যায়।
তখন তোমার কথায় মনের
আকাশ ছেয়ে যায়
ক্ষণে ক্ষণে বিজুরি উঠে চমকে আননেতে
ভাবি বৃষ্টির অঝোর ধারায়
এবার যাব ভেসে।
অনেক মাঠ পেরিয়ে শেষে আসে মেঘমালা
সে ছাড়া আর কেউ বোঝেনা
বুকে কিসের জ্বালা।
দেখব বলে সকল সময় জানলা খুলে রাখি
মেঘে আকাশ ঢেকে এলেই বাড়ে ব্যাকুলতা
পরাব বলে যত্ন করে রেখেছি গেঁথে মালা।
হয়তো গেছে শুকিয়ে কুসুম
জমেছে ধুলো বালি
ভালবাসায় সতেজতার নেইকো প্রতুলতা
তুমি এলে তোমার গলায় পরিয়ে মালাখানি
জুড়িয়ে নেব বুকের সকল জ্বালা।
যতই দেরি হোক না কেন তোমার আগমনে
দু চোখ মেলে থাকব প্রতীক্ষাতে
মনেতে আছে ইচ্ছে একটা শুধু
এমন করে না আর ফেলে রেখে
ভাসিয়ে নিয়ে যেও সঙ্গমেতে।