STORYMIRROR

Amaresh Biswas

Fantasy

2  

Amaresh Biswas

Fantasy

বুদ্ধিনাশ

বুদ্ধিনাশ

1 min
758

দেখুন সবাই কেমন ওরা

কেমন ওদের দম্ভ

চায় উপড়ে ফেলতে ওরা

ঘরেরই স্তম্ভ।

ঘর যে ওদের পড়বে ভেঙে

কথাটা খুব সত্য

কিন্তু ওদের কে বোঝাবে

নেশায় ওরা মত্ত।

ফাঁদ পেতেছে করবে শিকার

ওরাই ফাঁদে পড়বে

মারবে বলে ভাবছে যাদের

তাদের হাতেই মরবে।

শোনা কথা মৃত্যুকালে

বুদ্ধিভ্রষ্ট হয়

ওদের দেখে ভাবছি সে তো

মিথ্যে মোটেই নয়।

বুঝবে না আর এখন ওরা

হয়েছে বুদ্ধিনাশ

খুব বেড়েছে এবার ওদের

হবেই সর্বনাশ।


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Fantasy