বুদ্ধিনাশ
বুদ্ধিনাশ


দেখুন সবাই কেমন ওরা
কেমন ওদের দম্ভ
চায় উপড়ে ফেলতে ওরা
ঘরেরই স্তম্ভ।
ঘর যে ওদের পড়বে ভেঙে
কথাটা খুব সত্য
কিন্তু ওদের কে বোঝাবে
নেশায় ওরা মত্ত।
ফাঁদ পেতেছে করবে শিকার
ওরাই ফাঁদে পড়বে
মারবে বলে ভাবছে যাদের
তাদের হাতেই মরবে।
শোনা কথা মৃত্যুকালে
বুদ্ধিভ্রষ্ট হয়
ওদের দেখে ভাবছি সে তো
মিথ্যে মোটেই নয়।
বুঝবে না আর এখন ওরা
হয়েছে বুদ্ধিনাশ
খুব বেড়েছে এবার ওদের
হবেই সর্বনাশ।