ইচ্ছে
ইচ্ছে
জানো কি ইচ্ছে করে আমার,
একদিন হঠাৎ চলো উঠি এক ট্রেনে
কোনো গন্তব্যস্থান নেই,
কোনো তাড়া নেই।
তারপর জানলার দু পাশে বসে
দেখবো হাট,বাড়ি, সবুজ ঘাস
উড়ে যাচ্ছে আকাশে দিগন্ত জুড়ে সবুজ টিয়ে
এই সব দেখবো, সব কিছু ভুলে গিয়ে।
কত ইচ্ছে রয়েছে বাঁধা এই প্রাণে
আরও কত স্বপ্ন রয়েছে
এই সব কথা , অব্যক্ত ইচ্ছে
কেও নাহি জানে।
ইচ্ছে গুলো কে হারাতে দেবনা
সপ্ন গুলো কখনও যাবেনা মুছে,
জীবন তো স্বপ্নময়,
কখনও হাতছানি দিয়ে ডাকে, কখনও বা সত্যি হয়।