নিরুদ্দেশ
নিরুদ্দেশ


খোলা আকাশ; দমকা ঝড়ো হাওয়া ;
উড়িয়ে দিল আমার গানের লিপি,
সেই শুরু তার নিরুদ্দেশে ধাওয়া ;
খোলা বোতল ; বন্ধ হয়নি ছিপি ।
পোড় খাওয়া এক রাজনৈতিক নেতা ;
মুচকি হেসে টোল পড়া দু'গালে ,
বলছে যেন এমন এক দৃঢ়চেতা ;
বাজার আগুন; মেশাও চালেডালে !
আমরা শুনি; তাবিজ কবজ বাঁধি ;
কথাগলো সব সঠিক ; বুদ্ধিজীবীর মত,
মাঠে ময়দানে রোদেপোড়া হয়ে কাঁদি ;
দোষ দেব কা'কে ? মনই অসংযত ।
বাউল বাউল মন যে বাউণ্ডুলে ;
অজানা পথের পথিক হয়ে ঘুরে,
ভোটের পরে নেতা নাচে বাহুতুলে ;
গানের লিপি দমকা বাতাসে উড়ে।