STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

5  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

শিরোনাম লিখতে চেয়েছি

শিরোনাম লিখতে চেয়েছি

1 min
540


আমি যতদূরে যাই না কেনো চলে

বারে বারে ফিরে আসি চেনা পথের সন্নিকটে

পিছে ফিরে একবার ডেকো আমারে

না ফোঁটা মঞ্জুরীর বিকট্ট চোখে।

বিচ্ছিন্ন জড়তা কিঞ্চিৎ পরিমাণ সাফল্য

মেঘ হয়ে চোট খাবো

আঙিনার আগুনে।

আমি শূন্য কে পূর্ণ করে

ধূমকেতু নক্ষত্রের ধার্মিক হয়ে

ধূলিসাৎ করবোনা পৃথিবীকে।

মনে হয় অজস্র জন্ম ধরে

নিরুদ্দেশ ছিলাম জবাবহীন শহরে

নির্জলা দুপুরের জটিলতা ভেদ করে

মানচিত্র ভরাবো কালকূটে।

আলোড়ন ঘটবে আলোকস্তম্ভে

আশিসের আলেখ্য পরিনামে

সর্বশেষ রশ্মির শেষ প্রহরে

মৃত্যুর স্রোতে ঘুম পাড়িয়ে।।


Rate this content
Log in