পরেশ বাগ
পরেশ বাগ
আমার বন্ধু পরেশ বাগ বাগবাজারে থাকে
দাদা তাকে আদর করে বাঘের ছানা ডাকে।
দাদার কথায় বন্ধু আমার রাগ করে না মোটে
সকল সময় হাসি যে তার লেগেই থাকে ঠোঁটে।
সবাই তাকে ভালবাসে ক্লাসের সে ফার্স্ট বয়
নিন্দুকেরা তাকে আবার বইয়ের পোকা কয়।
কখনো সে রেগে গেলে তাল গাছেতে চড়ে
রাগ ভুলে সে সেথায় বসে মন দিয়ে বই পড়ে।
সন্ধ্যেবেলা বাবুই শুধোয় মিটল কি না রাগ
খুঁজছে সবাই ঘরে ফিরে যাও হে পরেশ বাগ।
কোন দুঃখে রাগ করব পরেশ হেসে বলে
পৌঁছে যাব ঘরে আমার পড়ার সময় হলে।