বন্ধন
বন্ধন


চিলেকোঠাতে মিলল চিঠি, হলদে হওয়া একটা খাম
, ধূসর স্মৃতি প্রাপক-প্রেরক, দুর্গা-অপু তাদের নাম ;
মনের কাঠাম বড্ড ছোটো , টুকরো করি সমাজ তাই ,
জন্মভিটে বেচতে রাজি , ফ্ল্যাটবাড়িটা সাজিয়ে যাই ।
" জাস্ট স্মাইলি , স্মল ফ্যামলি " , বাজার ভরায় বন্ধ্যা পিল ,
বাঁধলো জনসংখ্যা বেড়ি , উন্নয়নের খুললো খিল ;
সংজ্ঞা পড়ে বোনকে চিনি , বইয়ের পাতায় বন্দি ভাই
ফেসবুক-ফ্রেন্ড হাজার ছুঁলো , একলা তবু চিতার ছাই ।
অল্প আঁচে চলুন সেঁকি , সম্পর্কে শৈত্য আজ ,
যমুনা আসুক মোদের ঘরে , পুষ্প ঝরাক মৃত্যুরাজ ।
দিন বদলের গানটা গাঁথি,যৌথ একান্নে আবার ,
মিঠাই হাতে আসছে জগা , আঁকছে সুভা সিংহদ্বার ॥