ঝরণা
ঝরণা
ঘুম হতে দে তোর দু'চোখে,মনখারাপের গল্প বল,
নাই বা পেলাম প্রেমের চিঠি,মুছতে দে তোর চোখের জল।
রং না হওয়া তুলির দেশে,চল নিয়ে যাই তোকেই আজ,
পাহাড়চূড়োয় ফুটছে ম্যাপল,বাতাস ছুঁলো গন্ধরাজ ।
প্যানডোরার ঐ বাক্সটাকে চল না পাঠাই বরফতল
শীতবিকেলে পোস্টঅ
ফিসে ঝালমুড়ি আর মোমোর স্টল।
তিংকিতামের ঝরণা আঁকি,স্বপ্ন যেথায় লালচে ভোর,
তাপপোহানোর হিমেল রাতে,আজ তো হব চন্দ্রচোর ।
ভাবনাগুলো দে ভাসিয়ে,শোকের গাথা ধূম্রগড়
বিপর্যয়ের বন্যা মুছেই জাগবে নতুন স্বপ্নচর ; মরুঝড়ের খড়কুটোতে মুষ্ঠি খোঁজে আঙুল তোর ,
ঘুমের শেষে তোর আকাশে,আঁকবে ঊষা সোনালি ভোর ॥