দুর্গা
দুর্গা
শেষ স্টেশনের শেষ বেঞ্চে ঝরা বকুলের নতুন দেশ,
গোলাপ হেথায় পাপড়ি ঝরায়,ক্যাকটাসেরা হাসছে বেশ ।
গান ভুলেছে হলুদ পাখি,নীলাঞ্জনা নিরুদ্দেশ,
নেমেসিস মেশে ধমনিস্রোতে,রাজশ্রী আজ খুলছে বেশ ।
সিয়াচেনে সৈন্য মরে,পিঁপড়ের ডিম আমলাশোল,
মগ্ন তখন দশভূজা,ম্যাডক্সে তো ঢাকের বোল ,
tyle="color: rgb(0, 0, 0); background-color: transparent;">পাড় গড়নে বিরক্ত ঢেউ,বিষ মিশেছে সবুজ ঘাসে ,
বৃষ্টি হয়ে ঝিন্টি ঝরে,আপনার ঐ ভূকৈলাসে?
চোখটা ধাঁধায় ডুমুর ফুলে,শিবঠাকুরের আপন দেশে ,
কাক কোকিলে লড়াই করে,শ্বেতপায়রার শুভ্রবেশে ।
আসবি যখন বছর ঘুরে সঙটি সেজে মর্ত্যলোকে,
পারলে আনিস আশার ফানুস,স্বপ্নমোড়া লাল শালুকে ॥