স্বরাজ
স্বরাজ


আলমারিতে পুড়ছে দেখো ন্যাপথলিনে তোমার শাল
ভূস্বর্গের ওই পাহাড়টা আজ টিউলিপ ছাড়াই হচ্ছে লাল ।
সূর্য হেথায় চোখ মেলে রোজ, বারুদ ঘেরা নাগের পাশ ;
স্বপ্নে কেন দেখাও তাদের প্যানডোরাদের মোহাশ্বাস?
হলদে গোলাপ আঁকড়ে বুকে সহজিয়া অন্ধ বিশ্বাসে
উপত্যকা কাঁদছে একা ধূসর নিথরতার শ্বাসে ।
মনকবিতা পড়ে না শাসক , ভোটবাক্সের অঙ্ক বোঝে
সোনার খাঁচার বন্দি সুখে ছোট্ট পাখি স্বরাজ খোঁজে ।
ইশতেহারের উড়ছে বেলুন, ঘিরছে পাহাড় লক্ষ সেনা,
কল্যাণ প্লিজ দাড়িতে দাঁড়াক , এ উন্নয়ন থাক অচেনা
কাশ্মীরে আজ নতুন ধারা , ভাত জোটে না রোজ দুবেলা....