ঠিকানা
ঠিকানা


ক্লান্ত বিকেল, নিঃশব্দে ধুলোর মাঝে আমি;
শ্রান্ত নদী, হঠাৎ বানে প্রশ্ন তোলে দামি।
বলেছিলেম আসতে হবে এই অভাগীর তীরে,
স্বপ্ন ভাঙার সাক্ষী আমি হাজার বছর ধরে।
কোথায় তোমার নতুন সখী, কোথায় তোমার শহর? কোথায় তোমার অট্টহাসি,তাঁর রূপের কদর! কোথায় তোমার রঙিন বিকেল, ভিক্টোরিয়ার মাঠে?
রাত্রিগুলো আজ তো খালি ফেসবুকে ব্লকড চ্যাটে!
কুড়িয়ে নুড়ি ছোট্ট খানিক, তার দিকে ছুঁড়ে
ভগ্ন হৃদয়, কঠিন বচন, তাকাই আমি ঘুরে। স্বপ্নমোহে ভিজিয়ে রাখা তাঁর শীতল আঁখি,
কন্টকময় প্রেমনাটিকায় বিদ্ধ মানসপাখি।
প্রত্যয় এক স্রোতস্বিনী, প্রতারণা তাতে তুচ্ছ,
বিশ্বাস এক মহীরুহ, ভালোবাসা তার গুচ্ছ।
প্রতারণার প্রতি পাতা লেখে নতুন শিক্ষা;
অপরাধের ক্ষমাই হলো পরম শোধের দীক্ষা।
মনে তোমার প্রেরণা দিলাম, দরজা আছে খোলা
ভোর হয়েছে, আসছে দেখো ঘরে ফেরার পালা, সমস্ত পাপ গ্রহণ করি, তবুও বেঁচে আছি;
কলুষময় পবিত্রতা, ঠিকানা সোনাগাছি||