সেতু
সেতু
খসল পিলার হঠাৎ দুয়েক , বাইরে চলে হাজার রব ; আলতো কাপড় মাখন যেন --- যত্নে মাখে নিথর শব ।
স্যান্ডউইচে কলজে আমার , তোমার বোনের রক্তে লাল ,
থমকে দাঁড়ায় কল্লোলিনী, বড্ড আঁধার এই সকাল ।
ছোট্ট শিশু কাঁদছে একা , বাবার স্নেহের ডাক খোঁজে ,
উড়ালপুলের থামের নীচে ক্লান্ত বাবা চোখ বোজে । সকাল-বিকেল আলোর বেগে , সেকেন্ড এখন অনেক ভাগ ,
এক লহমায় সব মুছে যায়, হর্ষ-বিষাদ-দুঃখ-রাগ ।
বিশেষজ্ঞ দিচ্ছে নিদান , তর্ক চলে ঠিক বেঠিক
মনে মেহফিল সম্পাদকের, টেবিল জুড়ে হট টপিক ।
জাহাজের খোঁজ রাখি না মশাই , হাটে বাজারে বেচি আদা ;
ধ্বংসস্তূপে মারছে উঁকি জং-ধরা রঙ নীল-সাদা ।