প্রতিরোধ আসুক কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসরে প্রতিরোধ আসুক কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসরে
আমাকে ছিন্নভিন্ন রক্তাক্ত করে অট্টহাসি তে ফেটে পড়ে তারা। আমাকে ছিন্নভিন্ন রক্তাক্ত করে অট্টহাসি তে ফেটে পড়ে তারা।
তাইতে হল নাচের নেশা, হঠাৎ হঠাৎ নাচন পায়, বসতে শুতে আপ্নি ভুলে ডিগ্বাজি খাই আচম্কায় ! তাইতে হল নাচের নেশা, হঠাৎ হঠাৎ নাচন পায়, বসতে শুতে আপ্নি ভুলে ডিগ্বাজি খাই আচ...
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় । স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।
তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই। তোমায় যদি না পাই, তবু আর কারে তো পাবই।
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে-- আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে-- আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।
থাকব না ভাই, থাকব না কেউ থাকবে না ভাই কিছু। থাকবে না ভাই কিছু। সেই আনন্দে চল্... থাকব না ভাই, থাকব না কেউ থাকবে না ভাই কিছু। থাকবে না ভাই ...
"দাঁড়ে দাঁড়ে দ্রুম্ ! দেড়ে দেড়ে দেড়ে !" "দাঁড়ে দাঁড়ে দ্রুম্ ! দেড়ে দেড়ে দেড়ে !"
কান করে কট্ কট্ ফোড়া করে টন্টন্— কান করে কট্ কট্ ফোড়া করে টন্টন্—
ঠিকানা চাও ? বল্ছি শোন ; ঠিকানা চাও ? বল্ছি শোন ;
সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা কেতা সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা কেতা
মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায় মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়
ক্যান্রে ব্যাটা ইসটুপিড ? ঠেঙিয়ে তোরে কর্ব ঢিট্ ! ক্যান্রে ব্যাটা ইসটুপিড ? ঠেঙিয়ে তোরে কর্ব ঢিট্ !
তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক।
কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর ! কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর !
আর চ'টো না, আর শুনো না, ঠ্যাঁটা মুখের টিপ্পনি, ওদের কথায় কান দিতে নেই, স'রে পড় এক্ষনি । আর চ'টো না, আর শুনো না, ঠ্যাঁটা মুখের টিপ্পনি, ওদের কথায় কান দিতে নেই, স'রে পড়...
আমি যে তোমায় জানি, সে তো কেউ জানে না। তুমি মোর পানে চাও, সে তো কেউ মানে না। আমি যে তোমায় জানি, সে তো কেউ জানে না। তুমি মোর পানে চাও, সে তো কেউ মানে না।
রাজা বলে, "মন্দ ভালো দেখুক শুঁকে বদ্যি, " বদ্যি বলে, "আমার নাকে বেজায় হল সর্দি ।" রাজা বলে, "মন্দ ভালো দেখুক শুঁকে বদ্যি, " বদ্যি বলে, "আমার নাকে বেজায় হল সর্দি ।...
একলা বসে পেতেছিলেম সাধের খেলা। নালার জলে ভাসিয়েছিলেম পাতার ভেলা। একলা বসে পেতেছিলেম সাধের খেলা। নালার জলে ভাসিয়েছিলেম পাতার ভেলা।
দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে, তারও আধার জগৎখানি মধুর তারি কাছে। দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে, তারও আধার জগৎখানি মধুর তারি কাছে।