হাতে বাঁধা প্রতিস্রুতির রাখি
হাতে বাঁধা প্রতিস্রুতির রাখি
" রাখি বন্ধন " উৎসবটির কথা শুনলে পরেই একটা কথাই মনে আসে,
বোন, ভাইয়ের হাতে রাখি পোরানো আর
তাদের দুষ্টু - মিষ্টি খুংসুটি সবার চোখে ভাসে।
তবে এইসবের উপরে গিয়ে ভাবিনি কখনো আমরা
যে এক দিদিও তার বোনকে সমান ভাবেই ভালবাসে,
খেয়াল ত রাখে সেও তার বোনের প্রান ভরে,
বোন কাঁদলে কষ্ট যে দিদির ও হয়,
আবার বোনের সাথে মারামারি-ঝগড়াঝাটি সেই দিদির ও হয়,
বাবা - মায়ের মত আগলে তো এক দিদিও তার বোনকে রাখে,
তবে বলতে পারো সেই দিদির রাখির দীবস কবে??
কেন সেই দিদির হাত খালি থাকে রাখির দিনে??
যখন সেও তার বোনকে সব বিপদ থেকে এক দাদার মতই রক্ষা করে ।।
তবে আর নয়, এইবছরই হোক সেই দিদিদের ই রাখি বন্ধন ।
হাজার হোক এক তারাও তো প্রতিজ্ঞা বদ্ধ তার বোনের কাছে......।।
