STORYMIRROR

Menoka Das

Drama Inspirational Children

3  

Menoka Das

Drama Inspirational Children

মা.........।।

মা.........।।

1 min
159

পারিনি বলতে তোমায় কতটা ভালোবাসি, 

তোমায় ছাড়া কতোটা অসম্পূর্ণ আমি তা বলতে পারিনি,

আসলে তোমার মর্মটা টা যে কী সেটাই হয়েতো বুঝতে পারিনি,


বুঝতে পারিনি বিয়ের পর মেয়েরা যদিও বা কখনো পর হয়ে যায়

কিন্তু মা... মা কখনো ই পর হতে পারে না,

আর তারপর আরেকটা ভুল ভাবনা, 

 নিজের মায়ের জায়গায় অন্য কাউকে রাখা, 

তার থেকে নিজের মায়ের মতো ভালোবাসা পাওয়ার আশা,

যা কোন মেয়ের জীবনে কখনো বাস্তবায়িত হয় না...।


পেরেছি আমি মেয়ের মতো তাদের যত্ন করতে,   

মায়ের কথায় এই পরিবারের সবার খেয়াল রাখতে,

তবে আমি কখনোও তো সেই যত্ন তো মাইনা......

 সেই মায়ের স্নেহ-মমতা যে পাইনা............।।

যতই ভাবি যে এই বোধহয় সেও বুঝবে আমায়

কিন্তু নাহ, বৃথা চেষ্টায় যে সময় চলে যায়, 

তবু কারো মাঝে যে আমার মাকে খুঁজে পাইনা, 


তবু বলতে পারিনি কখনো  নিজের মাকে যে মা 

তোমার মতো কেউ হতে পারবে না, 

ক্ষমা করো আমায় যে তোমার কথায় পর হয়ে গেলাম আমি

তোমার জায়গায় কাউকে বসাতে পারিনি্‌।


আজ আর নেই তুমি মাগো আমার জীবনে,

 চলে গেলে আমায় একলা রেখে 

তবে মনে রেখো আর জনমে মাগো আমি যেন আসি তোমারই কোলে,

আর কোখনোও কোরোনা মাকে খুঁজে মাকে খুঁজে, যেও না একলা ফেলে.........।


কথা কিছু আমিও দেবো, মা গো তোমার স্থানে তুমিই থেকো

বলোনা কাউকে রাখতে, কারন পারবেনা কেউ তোমার শূন্যতা ঢাকতে.........।



Rate this content
Log in

Similar bengali poem from Drama