STORYMIRROR

Menoka Das

Romance Fantasy

3  

Menoka Das

Romance Fantasy

জলে ভেজা বৃষ্টি

জলে ভেজা বৃষ্টি

1 min
129

মন যখন বৃষন্যতায় আচ্ছন্ন, সময় যখন দ্রুত পায়ে চলতে ব্যস্ত, 

শরীর ক্লান্ত যখন একঘিয়ে জীবন ধারায়, 

তখনি একরাশ ভালো লাগা আর স্নিগ্ধ গন্ধে 

তোমার মন ছুঁয়ে যাওয়া, অপরূপ সেই অনুভূতি কী ভোলা যায়?? 

ফেলে আসা দিন, কতোই না রঙিন ছিল তা জানা যায়, 

তুমি এলে সময় থেমে যায় তাই দি তখনি পুরানো সেই দিনে পারি,

ছেলে বেলা ভিজে মাঠে সেই ফুটবল খেলতে যাওয়া, 

বাড়ি ফিরে তারপর মায়ের হাতে চড়থাপ্পড় সাথে 

সেই খিচুড়ি আর বেগুন ভাজ।,  

মনে আছে আজও প্রথম প্রেমের অনুভুতি এই বৃষ্টিই দিয়েছিল, 

মনের কথা ঠোটের কোনে এই বৃষ্টিই এনেছিল ।।

 মনে আছে আজও তোমায় দেখার সে দিনও বৃষ্টি হয়েছিল, 

প্রথম প্রেম, প্রথম ছোঁয়া, প্রথম দেখা সে কী ভোলা যায়?

আজ নেইতো সাথে সেই মানুষ, নেই সেই ছোঁয়া, 

 নেই মায়ের সেই বকুনি, নেই সেই ছেলেবেলা,

তবে মাঝে মাঝে সেই সব অনুভুতিই ছুয়েদেয় আমায় , 

আর পরে মনে পুরোনো সে আমাকে ফেলে আসা।। 

তবে খারাপ নয় ভালোই লাগে সেসব দিনে ফিরে যাওয়া, 

আর ভালো লাগে বৃষ্টি সেই জলে ভেজা।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance