জানি তুমি আমার ই ছিলে
জানি তুমি আমার ই ছিলে
জানি তুমি আমার ই ছিলে তাও তোমায় কোনোদিন আপন করে নিইনি
তুমি ফিরবে জেনেও পেছনে ঘুরে দারানি,
হাত বাড়ালেই তোমায় পাবো জেনেও হাত বাড়াইনি
মনের ঘরে তুমি চিরকাল ই ছিলে তাও তোমায় কোনোদিন কাছে ডাকিনি
পাছে যদি সব স্বপ্ন ভেঙে যায় তাই কোনোদিন তোমায় "ভালোবাসি" কথাটা বলটি পারিনি
তবে আজ তুমি অন্য কারোর জেনেও তোমার প্রতি আমার টান এখনো হারাইনি
দোষ আমার না তোমার, দোষ হলো নিয়তির
যে আমরা এতো কাছে থেকেও কোনোদিন কাছে আসিনি.
তবে আজ আমি মরণের পথে হাটছি যখন বলেই তোমায় যাবো
এই জনমে না হলেও পরের জনমে আমরা একে অপরকে ঠিক পাবো.

