আমরা নারী, আমরাই পাড়ি
আমরা নারী, আমরাই পাড়ি
সমাজের বিশেষত পুরুষ সমাজের ভুল ধারনা ভাঙ্গাতে
এসেছি আজ আমি এক নারী হয়ে সমস্ত নারী জাতির পাসে দাঁড়াতে,
এখন আর পারবে না নিজেদের নোংরামি ঢাকতে আমাদের আশ্রয় নিতে,
পারবে না পোশাক আর সাজ দেখে ভুল মন্তব্য করতে।।
চুড়ি পরি বলে ভেবনা এই হাত প্রতিবাদ করতে জানে না,
তবে যদি রাখো হাত এই হাতে দিয়ে ভালবাসার প্রতিশ্রুতি
তবে সারাটা জীবন থাকবে এই হাত তোমার ই হাত ধরে ।।
পা এর মল দেখে ভেবনা পায়ে বেড়ি পরাতে পারবে,
তবে যদি ভালবাসায় বেধে রাখতে চাও তবে
এই পা হাটবে সারাটা জীবন তোমার পাশে পাশে।।
স্পর্শ যদি করতে আসে কেউ অশথ উদ্দেশে তবে
নিজের সর্বনাশ সে নিজেই ডেকে আনবে,
তবে যদি মন কে ছুঁতে পার, সারাজীবন তোমায় মনে রাখব।।
যদি ভাব টাকা আর দামি দামি উপহার দিয়ে খুসি করতে পারবে,
তবে সারাজীবন ছুটবে মরীচিকার পিছনে ।।
আমরা ভালবাসতে জানি, ভালবাসার আসল মানে জানি,
জানি কষ্ট কে আপন করে সকলকে আনন্দ দিতে ,
পারি আমরা নতুন প্রজন্মকে জন্ম দিতে
আবার প্রয়জনে পারি সব ধংস করে দিতে,
ভুলে যেও না আমরা নারী, আমরাই পাড়ি......।।
