STORYMIRROR

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

বিনা তারে

বিনা তারে

1 min
147

বাড়িতে ল্যান্ড লাইন কানেকশন যদিও আছে,তবু__

যখন তখন খোকার সাথে কথা বলা যায় না এখন।

খোকা আমার বিদেশে থাকে, ভাবতে ভালোই লাগে,

সব মা বাবাই তো চায় সন্তানদের এক সফল জীবন।

একেই তো কাজে কর্মে নানান দিকে ছুটে যাওয়া,

নিজে হাত পুড়িয়ে রান্না করে যা হোক কিছু খাওয়া !

বাড়িতে কথা বলতে হলেও টেলিফোনে ধর্ণা দেওয়া,

এখানকার টেলিফোন অপারেটরের অনুমতি নেওয়া!

কথা বলবার স্বাধীনতা টুকুও আর থাকলো না এখন।


শোনা যায় ওই দেশেতে নাকি আজকাল অন্য ধরণ,

ঘুরে ঘুরে ব্যবহার করা যায় ছিমছাম কর্ডলেস ফোন।

কেন ইচ্ছেমত যায়না ধরা, ভাসে কথা হাওয়ায় যখন!

ওরে খোকা, তোর ফোনটা যদি একটু ছোটো হয়,

যদি সেটা কোনোমতে তোর পকেটেই এঁটে যায়।

দরকার হলেই তোর সাথে বিনা তারে কথা বলা যায়,

আমার কি আর তখন অন্য কিছু চাই !

দূরে থেকেও খোকা তবে আছে যেন আমার কাছেই।

একটু দেখতে ইচ্ছে হলে,তোকে দেখতে যদি পারি !


কেন হবেনা বল ? এমন করেই তো ছবি তুলে ___

সিনেমার লোকেরা একের পর এক সিনেমা বানায় !

নাহলে কি করে বীরেন্দ্র কৃষ্ণের চন্ডীপাঠ আজকাল,

প্রতিবছর মহালয়ার ভোরে রেডিওতে শোনা যায় !

দেখিস একদিন ঠিক এমন ব্যাপার ঘটবেই ঘটবে,

বাবা মায়েরা রোজ রাতে ছেলেমেয়েদের একটা___

ফোনকলের জন্যে অধীর আগ্ৰহে অপেক্ষা করবে।

টেলিফোন এক্সচেঞ্জের টেলিফোন অপারেটর নয়,

কখন কথা বলবে, সময়টা নিজেরাই ঠিক করবে।


আমরা তখন হয়তো আর থাকবোনা এই পৃথিবীতে,

লোকে ভালো আছে দেখবো, থাকবো তোরই সাথে।



Rate this content
Log in

Similar bengali poem from Drama