ব্যর্থ জীবন
ব্যর্থ জীবন
বিফল জীবনের প্রতিবিম্ব,
মনের মাঝে আছে এক মিলনাবস্থা।
যাত্রা শুরু করেছি একা,
স্বপ্ন আঁধারে হয়ে নিঃসঙ্গ।
প্রত্যেক কদমে মোহব্বতের নিশান,
বলে এল বিশ্বাস নেই আকাশে।
কত চেষ্টা করেছি, কত ববিধান,
জীবন এক অন্ধকারে ফেলে বাঁধে।
সূর্যের প্রকাশ পাওয়া যায় নাই,
চিরকাল ক্ষুধায় জলের দাঁত।
আকাশ মেলে যায় আমার চোখে,
আশা নেই, বিজয় নেই আমার হাত।
অগ্নিগর্ভে নেই বাতাসের ভাস্কর,
মেঘের পথ হারিয়ে পথ পাই না।
হারানো ক্ষুধায় খাওয়া জীবন,
মানুষ আমি কতদিন কতবার ভালোবাসি।
আমার হৃদয় বসতে পেলো নারী,
কিন্তু হারিয়ে গেলে পালা হারাই না।
ব্যর্থতা ভীষণ হয়ে উঠল আমি,
প্রতিবাদের জলে কেঁদে মরাই না।
কত দিন হয়ে গেল হে জীবন,
প্রাণ হারালে একদিন আমার।
একটি সময় আসবে নিজের কাছে,
অবসানের সন্ধ্যায় ভেসে যাবে সবার।
