নির্মল
নির্মল
মানুষের মন অনেকটাই আকাশের মতন,
নিমেষেই হয় পরিবর্তন, হঠাৎই যখন তখন।
হয়তো দিনটা ছিল একদম ঝকঝকে রোদেলা দুপুর,
কোনো আকস্মিক ঘটনায় মুহুর্তেই পাল্টে গেল সুর !
চারিদিক থেকে বেওয়ারিশ খামখেয়ালী মেঘ এলো,
আকাশের মেজাজটা একদম মেঘলা করে দিল।
আর রাগটা যদি অস্বাভাবিক রকমের বেড়ে যায়,
এবং বাতাস যদি বুঝে, বা না বুঝে তাতে সায় দেয় !
তাহলে তো আর কোনো অতিরিক্ত কথা বলারই নেই,
তাণ্ডব কাকে বলে,সেদিন সবাইকে দেখিয়ে ছাড়বেই।
তবুও মেঘ চলাচল করার মত বাতাসটুকু যেন থাকে,
গুমোট পরিস্থিতি মনকে যে সংকুচিত করতে থাকে !
উঠুক ঝড়, নামুক বৃষ্টি, ঝরুক কান্নার মুক্তোজল,
জানা কথা, শেষ মেশ মনের আকাশটা হবেই নির্মল।

