STORYMIRROR

Srf Khan Shuvro

Abstract Drama Others

3  

Srf Khan Shuvro

Abstract Drama Others

দেখি কি করা যায়।

দেখি কি করা যায়।

1 min
168

চারপাশে হাহাকার, টানাপোড়েন 

যার যতো আছে, তারও বেশী চাহিদা!

প্রয়োজন, নিজেকে ক্ষয়ে ফেলে আবার খুঁজছে!

অথচ, নিজেকে কেউ চেনেনা!

জানেনা গন্তব্য!


তোমার গন্তব্য কোথায়?

যেখানে আছে, সেটাই কি তোমার ঠিকানা?


আমার হাতটি ধরোঅথবা ধরো, আমি তোমার কেউ নই!

বিশ্বাস করো, অথবা করো এমন কিছু

যা আমাকে অচেনা লাগে

তোমার কাছে।


এখনো দিন এসে রাত গড়াচ্ছে

স্বপ্ন দেখবার ইচ্ছে জাগছে বেঁচে থাকার ফুরসতে!

ধরো, এই আমি আর নেই কোথাও

অথবা আমার হাতটি ধরো,

দেখি কি করা যায়!


চারপাশে হাহাকার, টানাপোড়েন 

যার যতো আছে, তারও বেশী চাহিদা!

একবার ধরেই দেখো হাত!

দেখি কি করা যায়।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract