পথ
পথ
কোন পথে যাবে?
তুমি নিজেও সিদ্ধান্ত নিতে পারো না,
হয়তো জানোই না, অথচ
খুঁজছো আমাকে!
আমিও যাচ্ছি
একটি পথ বেঁছে নিয়ে!
হয়তো য়ামাদের দেখা হয়ে যেতে পারে!
খুঁজে খুঁজে নিজ জীবনটাকে
অবহেলা করো না।
কোন পথে যাবে?
তুমি নিজেও সিদ্ধান্ত নিতে পারো না,
হয়তো জানোই না, অথচ
খুঁজছো আমাকে!
আমিও যাচ্ছি
একটি পথ বেঁছে নিয়ে!
হয়তো য়ামাদের দেখা হয়ে যেতে পারে!
খুঁজে খুঁজে নিজ জীবনটাকে
অবহেলা করো না।