দূর্বলতা
দূর্বলতা
আমি আমার অবচেতনেরঘ্রাণ নিচ্ছিলাম, বৃষ্টিতে জানালা খুলে।
আমি আমার মনের যতো
কথা বলেছিলাম, দূর্বলতা ভুলে।
আমি আমার বোধের কাছে
হেরে গেলাম তারপর, না হারাবার ছলে।
আমি আমায় অবিশ্বাস্য দেখি!
একী!! তুমি যখন আমায় ছেড়ে গেলে চলে।
