কস্মিনকালেও না।
কস্মিনকালেও না।
আমি বিশ্রাম পেয়েছিলামপেয়েছিলাম তিনবেলা খাবার
সঙ্গী।
আমি অর্থ পেয়েছিলাম
সুযোগ পেয়েছিলাম বদলাবার,
ভঙ্গি।
আমি দেশান্তরী হয়েছিলাম
পথও পেয়েছিলাম চলে যাবার,
কিন্তু না!
হ্যাঁ,
একটা "না" এসে
আমাকে ভীষণ বাধা দিয়েছিলো,
আমি তোয়াক্কা করি নি!
করি নি বলেই আজ করছি,
যা আমার কস্মিনকালেও করার
কথা না।
