তাকে বারণ করা হোক
তাকে বারণ করা হোক
জোনাকের ডালেআরও কিছু খুচরো পুরনো পাতা,
একটা মচমচে রকমের শব্দ করা কাল
এইমাত্র পরশু হলো!
একটা নরম হাতের দেয়াল
আর কিছু ঠোঁটের স্মিত কল্পনায়
আমি দেখলাম মেঘের ভীষণ ভালো
আর মন্দ স্বভাব!
একটাও চাঁদ নেই কোথাও
আলোর কথা কেউ বলছে না, বরং
জোনাকের ডালে যে সরীসৃপ ঝাঁপিয়ে পড়ে
তাকে বারণ করা হোক!

