STORYMIRROR

Srf Khan Shuvro

Classics Inspirational

4  

Srf Khan Shuvro

Classics Inspirational

বহুদিন অরণ্য দেখি না

বহুদিন অরণ্য দেখি না

1 min
280

বহুদিন অরণ্য দেখি না,

দেখি সব জঘন্য কুৎসিত আর নোংরামী।


বহুদিন ধরে হারিয়ে গেছে 

সহজ সাধারণ হাসিখুশি মানুষগুলো,

সকলেই ব্যস্ত রুপান্তর হতে

দামির চাইতে হতে আরও বেশি দামী!


বহুদিন উপত্যকার পার দেখি না

হারিয়ে গেছে যে মানুষ 

ছিলো সংগ্রামী!


সামান্য একটু মন থেকে কাউকে 

ভালো দেখি না, দেখি না চিত্তের সুন্দর!

সবার ভেতর উত্তরোত্তর যা

মানেহীন, 

মানহীন, প্রাণহীন প্রাণের তোরজোর 

সেখানে কীসের যেনো ঘোর!


নেই আর কেউ কারো অন্তর্যামী!

দেখি সব জঘন্য কুৎসিত আর নোংরামী।


Rate this content
Log in

Similar bengali poem from Classics