বহুদিন অরণ্য দেখি না
বহুদিন অরণ্য দেখি না
বহুদিন অরণ্য দেখি না,
দেখি সব জঘন্য কুৎসিত আর নোংরামী।
বহুদিন ধরে হারিয়ে গেছে
সহজ সাধারণ হাসিখুশি মানুষগুলো,
সকলেই ব্যস্ত রুপান্তর হতে
দামির চাইতে হতে আরও বেশি দামী!
বহুদিন উপত্যকার পার দেখি না
হারিয়ে গেছে যে মানুষ
ছিলো সংগ্রামী!
সামান্য একটু মন থেকে কাউকে
ভালো দেখি না, দেখি না চিত্তের সুন্দর!
সবার ভেতর উত্তরোত্তর যা
মানেহীন,
মানহীন, প্রাণহীন প্রাণের তোরজোর
সেখানে কীসের যেনো ঘোর!
নেই আর কেউ কারো অন্তর্যামী!
দেখি সব জঘন্য কুৎসিত আর নোংরামী।
