গাড়ির জানালায় ভোর
গাড়ির জানালায় ভোর
আমি গাড়ির জানালায় ভোর দেখছি।
সারারাত ঘুম হয় নি,
মধ্যরাতের ঢাবায় মাশালা চা
আর কুয়াশায় ধোঁয়া গিলতে/ফুঁকতে
বুকের ভেতর স্মৃতির মতো শীত
ডুকরে ডাকছিলো!
আমি পাত্তা না দিয়ে
আমার স্লিপারে গিয়ে শুয়ে
গাড়ির জানালায় ভোরের অপেক্ষায়
ভোর অবধি অপেক্ষা করেছি।
এখনি আমি গাড়ির জানালায়
সূর্য না ওঠা উত্তর দিনাজপুর ছেড়ে যাওয়া
ভীষণ কুয়াশায় মোড়ানো, আঁধার
ছড়ানো ঘুটঘুটে পথটা___
চোখ বাড়িয়ে দেখবার চেস্টা করছি!
যেভাবে জীবনের মুছে যাওয়া
অস্পষ্ট দিনগুলোকে মনের চোখে বৃথাই
ভেবে দেখবার চেস্টা করে
অযথাই একটা শিনশিন করা
শৈশব শৈশব নস্টালজিক কষ্ট পেয়ে
আনন্দে পুলকিত হই।
