ভোজনবিলাসী
ভোজনবিলাসী


আকাশের মুখ ভার, বৃষ্টি হবে নাকি!
আবহাওয়ার পূর্বাভাস তেমনি বলছে দেখি।
বাজারে ইলিশ পেলে এনো বেছে দু চারটে
সঙ্গে ভেটকি ফিলে আর মাংসের মেটে।
মাথাগুলো দিয়ে হবে কচুর শাকের তরকারি,
ভাতের সাথে জমে যাবে ইলিশের পাতুরি।
বৃষ্টি যদি বেশি হয় ,রাতে তবে খিচুড়ি।
সঙ্গে রেঁধো নয় ল্যাজা ভাজা আর চচ্চড়ি।
বিকেলে কফি হাতে দাঁড়াবো বারান্দায়,
ভূতের গপ্পো শুনতে চাও তো যোগ দিও আড্ডায়।
আনতে ভুলো না সাথে স্যালাড সহ কবিরাজি ,
একান্তই না পারলে, এনো বেগুনি আর পেয়াজী।
পরের দিনের ফর্দটা লিখে রেখো গুছিয়ে,
চিতলের মুইঠ্্যা হবে গরম মসলা দিয়ে।
রেসিপিগুলো জেনে নিও ঠাম্মার কাছে ,
এসব খাবারের হদিস কি আর ইউ টিউবে আছে?