জবানবন্দী
জবানবন্দী


বধির হয়েছি একযুগ হলো,
মসী ফুরিয়েছে বহুকাল ,
ভাষা হারিয়েছি সব দেখেশুনে ,
বেঁচে আছি- এই কপাল !
ভেবেছিলাম বলেই ফেলবো একদিন ,
সাহস করে তুলবোই ঝড় কি-বোর্ডে ,
কিন্তু পারিনি জানেন সত্যি বলতে ,
হোম লোনের মাসিক কিস্তিটা আজই দিতে হবে ।
এভাবেই খসছে দিন জীবন থেকে ,
মেরুদণ্ড কবেই গেছে বিকিয়ে,
ভেবে দেখেছি সরীসৃপ হওয়া সহজ বেশি,
আজকের দিনে, মানুষ হওয়ার চেয়ে।
বিপ্লব বরং বেঁচে থাকুক বইয়ের ভাঁজে,
চায়ের ভাড়ে কিংবা বন্ধ ঘরের ব্যালকনিতে,
আমি ইলিশের গন্ধ শুঁকি,
কাতলা মাছের পাতলা ঝোলে।