প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি


শীতকাতুরে স্বপ্নগুলো তাতিয়ে নিয়ে রোদে,
জাপটে ধরি চোখের পাতায় মস্ত আহ্লাদে।
মাঠের ওপর ডিম পেড়েছে গল্প বলা দুপুর,
মোজায় ভরে রেখেছি তুলে, মাখিয়ে ঝোলা গুড়।
কমলার খোসায় রেখেছি লিখে হরেক কিসিমের বায়না,
এইবেলা লিখে ফেলি, আর তো দেরি সয় না।
এই না ভেবে চশমাখানা যেই দিয়েছি চোখে,
চাঁদের বুড়ি চরকা ছেড়ে ওমনি তেড়ে আসে।
বল্লে রেগে ,' ওরে ছোড়া ,সাহস তো নয় কম!
ডিমগুলোকে আনলি তুলে , এ কেমন রকম?
সময় হলে ডিমগুলোতে ফুটতো রূপকথা,
নাতি নাতিনকে বসিয়ে কোলে করতাম গল্পগাছা।'
তখন আমি বল্লেম হেসে, ' ভয় পেও না মোটে,
সময় করে গল্পগুলো রাখবো লিখে পটে।
পড়বে সকল কচিকাঁচা , যুগ যুগান্তর ধরে,
গল্পের সুতো বুনবে নক্সা কল্পনায় ভর করে।'