আমন্ত্রণ
আমন্ত্রণ
সন্ধ্যে নামার আগে পদ্মবিলের জলে,
তোমার ছায়া আমার ছায়া দুলে দুলে চলে।
একটা ভাঙ্গা চাঁদ নাইতে আসে ঘাটে,
সেই আলোতে দাদু নাতির গপ্পো জমে ওঠে।
ঠিক তখনই কোনো তারা খসে পড়ে মাঠে,
আবার কেউ স্বপন হয়ে ঝরে পড়ে চোখে।
বলবো তোমায় সেসব কথা শুনতে যদি চাও,
সোনাঝুড়ি বটের নিচে চুপটি করে দাঁড়াও।
পথের হদিস লেখা আছে মেঘ দাদার কাছে,
বোলো তাকে "রূপকথা আমায় পাঠিয়েছে"।