STORYMIRROR

Indrani Bhattacharyya

Drama Romance Classics

4.3  

Indrani Bhattacharyya

Drama Romance Classics

মেঘবালিকার জন্ম

মেঘবালিকার জন্ম

1 min
11.9K



পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে নেমে আসছে আকাশপ্রিয়ারা,

পৃথুলা শ্যামাঙ্গিণী, অবগুণ্ঠিত মন্দ্র চরণে।

শরীরের প্রতিটি ভাজে স্পষ্ট মাতৃত্বের চিহ্ন।

তারা ছড়িয়ে দিচ্ছে তাদের ধূপছায়া অঞ্চল।

এক অদ্ভুত প্রশান্তিতে আচ্ছন্ন বিশ্ব চরাচর।

প্রকৃতি ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণের জন্য,

গর্ভধারিনী মেঘেরা শয়ন করল তমাল শীর্ষে,

নদী বক্ষে, শস্যক্ষেতে আর কবির কল্পনায়।

অবশেষে এলো সেই পূণ্য লগ্ন,

শুরু হল প্রসববেদনা।

মত্ত হস্তিনীসম বৃংহনে কেঁপে কেঁপে উঠল মেদিনী,

তাদের দৃষ্টিনিক্ষেপে ক্ষত বিক্ষত হতে থাকল আকাশ।

তারপর একসময় জন্ম নিল সেই মেঘ বালিকারা,

ঝাঁপিয়ে পড়ল ধরায়, জন্ম দিল হাজারো কবিতার।

আষাঢ়ের প্রথম কদম ফুল অঝোরে ঝরে পড়ল মাটিতে,

রিমঝিম শব্দে মুখরিত হয়ে উঠল চারিধার।


Rate this content
Log in