STORYMIRROR

Indrani Bhattacharyya

Drama Tragedy

4.3  

Indrani Bhattacharyya

Drama Tragedy

ডানাভাঙ্গা পরী

ডানাভাঙ্গা পরী

1 min
197


কলকাতার আকাশে অভিমানী মেঘ ,

দিনভর খামখেয়ালি ।

ট্রাফিকের সারি ধীর মন্থর ,

রিংটোনে বাজে মৈথিলী ।

হঠাৎ বৃষ্টি নামে শহরে,

ছুঁয়ে যায় পরী, ভিক্টোরিয়ায় ।

আরেক পরীর ঝাপসা মুখ উইন্ডস্ক্রিনে,

গোলাপ হাতে প্রতীক্ষায় I

রাত নামে শহরের বুকে।

ততই সকাল হয় এ গলির আঁকেবাঁকে।

ফুলেরা বিকিয়ে যায় নানা দামে অকাতরে,

কখন সখন প্রেম নাকি দরজায় কড়া নাড়ে।

পরীও আসে বাসি গোলাপ হাতে,

কে জানে কার ইশারাতে?

বৃষ্টি হয়েই চলে একনাগাড়ে,

কখনো আকাশ ফুঁড়ে, কখন মনের গভীরে।



Rate this content
Log in