শরৎকাল
শরৎকাল


পুজোর বাজার করতে মেনি
পরেছে গোলাপী শাড়ি |
লম্বা হাতা ব্লাউজ পরে
ভাড়া করেছে গাড়ি |
বাজার সেরে পার্লারে যাবে
চুলেতে দেবে ছাট
ফেসিয়ালে জেল্লা বাড়ার
দেবে গোল্ডেন টাচ |
.মেকাপ দিয়ে মেনি এখন
সুবেশী সুন্দরী তন্বী,
লুকিয়ে তাকে দেখছে হুলো
একি আমার গিন্নী ?
পুজোর আগেই ডায়েট করে
হয়েছে সুন্দরী স্মার্ট,
নানান ধরন পোশাকে তার
হাল ফ্যাসেনের কাট |
সুন্দরী বলে মিনির এখন
পা পড়েনা নীচে
পাড়ার যত হুলো বেড়াল
ঘুরঘুর করে পিছে ।
এবার শুনছি মেনি নাকি
করবে ফ্যাশন শো
সারাদিন তার মহড়া চলে
কথাবলার নাই জো |
ফ্যাশন শো চক্করে মিনি
নাওয়া খাওয়াই ভুলে
কঙ্কাল সার চেহারা নিয়ে
বিছানায় পড়ে ঢলে |
ডায়েটে নয় মাছের কাঁটায়
আগের মত ভোজে
দুধে ভাতে হুলো বেড়াল
সেই মিনিকেই খোঁজে |