মর্নিং ওয়াক
মর্নিং ওয়াক


ঘাড় নাড়ে ডাক্তার, মুখ খানি ওল,
রক্তের শর্করা পাকিয়েছে গোল I
আরো আছে শরীরেতে বিস্তর ঝোল,
শোনো বলি একে একে; খেয়ো নাকো ঘোল I
হৃদয়ের স্পন্দন শুনছেনা কথা ,
কমে বাড়ে, হাঁটে ছোটে, বন বন মাথা II
একা রামে পার নাই, সুগ্রীব সাথে,
কোলোস্টেরল ঢালে ছাই বাড়া ভাতে II
মধ্যপ্রদেশ ফুলে উঠিয়াছে ঢের,
চর্বি ঝরাতে হবে দশ বিশ সের I
চোখে ছানি প্রায় এলো, ডাক্তার বলে, -
গাঁটে গাঁটে গেঁটে বাত, অনিয়ম হলে I I
পাইয়াছি ছোট খাটো প্রব্লেম আরো,
লিভার এর বাজিয়াছে প্রায় সাড়ে বারো I
কিডনি টা ঠিক মতো ছাঁকছেনা জল,
ভুল করে ছুও নাকো রঙিন তরল II
জানুদ্বয় দুর্বল বয়সের ফের,
মালাইচাকির চাকা ঘসিয়াছে ঢের I
থামিলেন ডাক্তার; লিস্ট পুরো I নাকি-
আরো কোনো অঙ্গ রয়ে গেল বাকি !!
সাহসেতে ভর করি, ইষ্ট স্মরণ,
তাহলে, কি খুব কাছে এসেছে মরণ !
আহা আহা তা নয়, ডাক্তার কয়-
স্মিত হাসি! যীশু যেন দিচ্ছে অভয় II
ওষুধ পথ্যি আছে আর আছি আমি,
মরণ এখন তোমায় খাবে নাকো হামি I
তবে যা যা বলবো শুনতে হবে,
প্রতি প্রাতে প্রত্যহ হাঁটতে হবে II
হেঁটে হেঁটে যত তুমি ঝরাইবে ঘাম,
ধীরে ধীরে ফিরে পাবে শরীরে আরাম I
মর্নিং ওয়াক এর সেই থেকে শুরু,
শীত কি বা বর্ষা বরফ কি মরু II
হেঁটে হেঁটে ঘেঁটে ফেলি শান্তি ও সুখ,
অ্যালার্ম এর শব্দে বিদ্রোহী বুক I
শীত ঘুম কম্বল সব হলো শেষ,
বেশি দিন বাঁচবো; আহা বেশ বেশ II
অবশেষে একদিন মনে এলো ভাব,
জীবন রবার মতো টেনে কি লাভ !!
বুঝি; হাঁটা হাঁটি কাদা মাটি সব কিছু পেরিয়ে -
বাবু মশাই !! জিন্দেগী লম্বি নেহি, বড়ি হনি চাহিয়ে।।