টিকটিকি মশা যুদ্ধ।
টিকটিকি মশা যুদ্ধ।


মোলায়েম দেওয়ালে, সাবধানে তে পা ফেলে
হাঁটে টিকটিকি,
চালাক মশা ব্যাটা যে, উড়ে সরু ডানা মেলে,
হাসে ফিকিফিকি।
সাঁজ বেলা শুরু হয়ে, খেলা চলে রাত্রি মেলা,
গিন্নি যে চটে,
উঠে গিয়ে মশারি তে, বিছানা যে ঢেকে দিলা
মশা কাঁদা বটে।
টিকটিকি দিল ঝাঁপ, মশারির পঁচা ছাদে
পড়ে মোর পায়ে,
মশা আগে ঢুকে এসে, বসে আছে মোর কাঁধে
আমি আছি ভয়ে।
কাকে যে খাবার দেবো, ভাবি আমি শুয়ে শুয়ে
ঐ যুধিষ্ঠির কে?
কাঁধে যে হুল ফুটিয়ে, বসে আছে সব নিয়ে
ঐ দুর্যোধন কে?