Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Prof Ajoy Kumar Basu

Comedy

3  

Prof Ajoy Kumar Basu

Comedy

সর্ব শিক্ষার মর্মকথা

সর্ব শিক্ষার মর্মকথা

2 mins
116



বলছে সবাই পড়ো পড়ো , বলছে না কেউ শেখো,     মুখটি তোমার বন্ধ করো , সামনে কাজটি রেখো।

অনেক দিনের পুরাণ কথা গান রচেছে গীতা,       জানতে চাও কি শুনতে চাও লিখলো সেথা কী তা ?

শেষের শোলোক গীতা বলে যুদ্ধ জেতার পথ        বুদ্ধি আর কাজকে মেলাও পাবে জয়ের রথ।

মোদের দেশের পন্ডিতেরা শুধু কথার ধার         গীতার শোলোক আউড়ে চলে বোঝে না তার সার।

তাইতো এরা কাজের ভাগে আনলো জাত বিচার,     কাজ করবে চাকর বাকর ,সাফাই জমাদার।

"সবাই ছোট" বলার চাপে ভাঙলো মনোবল,         শেখা ছেড়ে হাজার বছর ভুগলো তারি ফল।

 তাইতো ব্রিটিশ আসে যবে দোকানদারের বেশে       রাজার আসন দখল কোরে বসলো হেঁসে হেঁসে।

লাভের পথ ইংরেজেরে দিলো ম্যাকল সাহেব,         রাজ্ চালাতে শস্তা হবে বানাও দিশী নায়েব।

নায়েবগুলো কেমন হবে শুনতে বড়ই মজা,          আজ্ঞাবহ চাকর হবে ভাববে তারাই রাজা।

তাদের পড়ার বইগুলো সব লিখছে এমন ভাবে        চিন্তা করার শক্তি না পায় গবেট থেকেই যাবে।

তবু ভারত স্বাধীন হলো অনেক বছর শেষে,          সুযোগ পেল নায়েব গুলো বসতে রাজার বেশে ।

তারা দেশের আইন লেখে শুধুই নকল করে           ভারতবাসী দাস ই রবে নতুন তকমা পড়ে।

মানুষ গুলো বড়ই অবুঝ ছাড়লনা তো আশা ,         এবার তারা শিখতে পাবে বাঁধবে নতুন বাসা।

নায়েব নেতার ঘুমটি গেল ভয়ের চোটে ভাবে         সবাই যদি শিখে ফেলে কেমনে তারা লোক ঠকাবে?

মিললো সবে তুললো তখন নানান অজুহাত          গরিব মানুষ শিক্ষা বাদে চাইছে কেবল ভাত।

পয়সা দিয়ে পড়া কেনার বসলো দোকান সারি        শিখতে হলে পয়সা দিয়ে যাওগো সাগর পাড়ি।

বছর কতক এমনি করে চললো ছলাকলা           তারপরেতে বিদেশ হতে মিলল কষে কানমলা।

লজ্জা নাই কানমোলাতেও কোরলো নতুন ছল         সর্বশিক্ষা নাম দিলো তার আজব খুড়োর কল।

গণ্ডা দশেক বাচ্ছা নিয়ে তিশ মিনিটের ক্লাস           খাবার দিলো বন্ধ হলো শেখার অবকাশ।

তবু নেতার শান্তি তো নেই হটাৎ বিপদ এলে          পড়ার থেকে যদি কারুর শেখার পথটি মেলে।

বিপদ থেকে বাঁচতে হলে লিখছে কিতাবখানা          পড়তে যাতে চায়না কেহ পড়লে পরেও বুঝবেনা।

লিখতে গিয়ে এলো বিপদ লেখা কাজটাই শেখেনি      লেখার সাগর পাড় করিতে কোথায় পাইবে তরণী।

ধামা ধরা নায়েব হবার যেসব অচল পুঁথি            সেইগুলোকে নকল করে স্বাধীন দেশের রথী।

তাতেও তারা থামলো না শেখা করবেই পন্ড           এধার ওধার শব্দ ঢোকায় বিষয় লণ্ডভণ্ড।

যোগ শিখে কি কম্মো হবে তাইতো যোগের পাতা ভরা    হাজার বছর আগে চীনের অঙ্ক কষার ধারা।

ডেনসিটিটা জানলে পরে বুঝবে বহর সহজে         ইতিহাস তো রাজার কথা তারিখ ঢোকাও মগজে।

পরীক্ষাতে কোরবে ভালো মনের মাধ্যে বাসনা?       নিজের ভাব ভাষার লেখার ভুলটি কভু কোরনা।

বইয়ের লেখা সংজ্ঞা গুলো কেবল করো রপ্ত          কেল্লাফতে তাতেই হবে তা নইলে অনুতপ্ত।

সর্ব শিক্ষা খুড়োর কল মান বাঁচাবার গয়না           শেখা বাদে ডিগ্রী বেচে দেশ তৈরী হয়না। .


Rate this content
Log in

Similar bengali poem from Comedy