STORYMIRROR

Dola Bhattacharyya

Comedy Fantasy

3  

Dola Bhattacharyya

Comedy Fantasy

ইকি কান্ড! ইলিশ কই!

ইকি কান্ড! ইলিশ কই!

1 min
282


 আজকে দেখি কাজল মেঘে 

আকাশ আছে ছেয়ে, 

কর্তামশাই বাজার গেলেন 

ছাতা মাথায় দিয়ে। 

আজ নিশ্চয়ই পছন্দসই 

আসবে মাছ ও বাজার, 

অমনি আমি বানিয়ে ফেলি 

মেনু দুপুর বেলার ।

ভেবেছিলাম আনবেই আজ 

আস্ত ইলিশ তাজা, 

খিচুড়ির সাথে জমবে ভালো 

গরম গরম ভাজা। 

হায় রে কপাল তার বদলে 

এল রুইএর চারা, 

ব্যাজার মুখে রাঁধলাম ঝোল 

কি আর যাবে করা!


Rate this content
Log in

Similar bengali poem from Comedy