STORYMIRROR

Ahana Pradhan

Comedy Children

3  

Ahana Pradhan

Comedy Children

তোজো বিজি

তোজো বিজি

1 min
211

এই পড়শী, এই পড়শী!

  কি খেলি রে আজ?

জানলা দিয়ে দেখতে পেলাম

  তোর কান্নার ঝাঁজ।

ব্যালকনিতে রেলিং ধরে 

  বাড়ি মাথায় করে,

মুখ ভর্তি খাবার গিলিস

  হুয়া হুয়া স্বরে।

রোজ রোজকার চার বেলাতেই

  যুদ্ধ একইরকম,

আসলে তুই একটু বোকা,

  ভ্যাবলা রকমসকম।

টিভিতে দেখায় তোজো'র কথা,

  দৌড়ে সারা মহল,

খাটের মাঝে, ওপরে, নীচে,

   সবখানেতেই টহল।

ফোন নিয়ে চলে বিজি বিজি কল,

   তোজোর মা তো ফাঁদে!

খিচুড়ি ছেড়ে হতাশ হয়ে

   টিভি'তে এসে কাঁদে!

আমি যখন হাঁটতে শিখব

   ঠিক করেছি বেশ,

তোজোর মতোই ছুটবো ঘরে

   খাওয়াবার একশেষ!

এখন তো খালি বসতে জানি,

   ঠাকুরদাদা আমায়,

গাড়িতে বসিয়ে ভুলিয়ে বেড়ায়,

   মা খিচুড়ি খাওয়ায়।

কাঁদলে পরে খেলনা দেখায়,

   ছড়া'টড়া বলে,

কথা পারিনা, তাই তো কোনো

   প্রতিবাদ না চলে।

তবে আমি তোর মত তো

   নই রে অত বোকা,

ব্যালকনিতে বসিয়ে দেওয়ার

    চালাকি'তে দেব ধোঁকা।

আমি হবো তোজোর মত

    ভীষণ ভীষণ বিজি,

খাবারদাবার উড়ে উড়ে

    কাটবে হিজিবিজি!


Rate this content
Log in

Similar bengali poem from Comedy